হারিয়ে গেছি আমি
হারিয়ে গেছি আমি
হারিয়ে গেছি আমি
খুঁজো না আমায়
সেই পাহাড়ের যেখানে যেতাম ছোটো বেলায়।
মানকি টুপি আর সোয়েটার এর ঠান্ডায়।
শত মলিনতা কাটিয়ে
হক না এক বিকেল সরলতা
পাহাড় সেই এক ই আছে
একই রকম সুন্দর
ভন্ড এই সমাজ আলাদা
যা কিছু জীর্ণ আমার তির্ন আমার হারাক জীবন আমার।
