STORYMIRROR

Gopa Ghosh

Fantasy

2  

Gopa Ghosh

Fantasy

রং দে

রং দে

1 min
347

দ্যাখ রং মেখেছি আজকে আমি

খেলবো বলে হোলি,

পিচকিরি তে রং ভরেছি

তোদের মারবো রঙের গোলি।


নানা রঙের বেলুন গুলো

হরেক রঙ এ ঠাসা,

আজকে কথা হোক না হোক

রং ই হোলির ভাষা।


তবে সবার আগে দিয়েছি রং

ভগবানের পায়ে,

এখন আছি অপেক্ষাতে

বন্ধু দেবো তোদের গায়ে ।


সবাই মিলে খেলবো হোলি

করবো মজা অনেক,

ফুট কড়াই আর মঠের সাথে

মিষ্টি খাবো হরেক।



Rate this content
Log in

Similar bengali poem from Fantasy