STORYMIRROR

Mohana Ray

Inspirational Others Children

3  

Mohana Ray

Inspirational Others Children

রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুর

1 min
192

সূর্যের মতো উজ্জ্বল তুমি, 

সূর্যের নাম সহকারে –

তুমিই বাংলার গর্ব ঠাকুর, 

তুমি অমর সবার মনে।। 


কত না পুরস্কার পেয়েছো তুমি, 

সম্মান সহকারে! 

কত না গান ও কবিতা লিখেছো, 

আমাদের আনন্দ দেওয়ার জন্যে।। 


তুমি তো এ ভারতের গর্ব হে রবী ঠাকুর, 

তুমি তো এ দেশের অহংকার –

না হলে কি শুধু শুধু পাও তুমি নাইট হুড উপাধি

এবং নোবেল পুরস্কার! 


বাচ্ছাদের জন্য ছোট গল্প, 

আর বড়দের জন্য উপন্যাস –

সবই তোমার লীলা হে রবী ঠাকুর, 

তুমি কর সকলের হৃদয়ে বাস।। 


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational