STORYMIRROR

Kakoli Mandal

Abstract

4  

Kakoli Mandal

Abstract

রাস্তা কিন্তু একটাই

রাস্তা কিন্তু একটাই

1 min
1.1K

রাস্তা ওটাই।

একপাশে তার গেছে ক্ষয়ে।

অগুন্তি অহংএর হামবড়াই

রোজ মাড়িয়ে যায়

ওকে।শহরের আবর্জনার দুর্গন্ধ সয়ে 

গেছে তার।শীতের আগন্তুক হাওয়ায়

বিস্বাদ।আগুণ কেউ জ্বালেনা দু'ধারে।


মুখ তুলে অাকাশ অন্ধকারে

মুক্তির কথা কেউ থোড়াই 

ভাবে?এত আয়োজন,সম্ভারে

অভিমান সিকিভাগে যদি ছুঁয়ে 

থাকে বুকে মুখ তার চোড়াই;

শীতের আগন্তুক হাওয়ায়

বিস্বাদ;আগুণ কেউ জ্বালেনা দু'ধারে।

রাস্তা কিন্তু ওটাই।


ഈ കണ്ടെൻറ്റിനെ റേറ്റ് ചെയ്യുക
ലോഗിൻ

Similar bengali poem from Abstract