প্রকৃতি
প্রকৃতি
প্রকৃতি আমার শোন হে কথা
কে করিল তোমায় দূষিত
কে ফেলিল তোমার বুকে নোংরা
কে করিল তোমাকে আমাদের থেকে আলাদা
তব তোমাকে খুজে যাই আবার সেইভাবে
যেইভাবে তোমার মাঝে খুজে পাই নিজেকে
খুজে পাই নিজের ছোট বেলাকে
খুজে পাই নিজের অতিতকে
বল আমি কি তোমায় ফিরে পাবো
আগের মতো করে এই ধরার মাঝে
সেই আসায় দিনগুনি আমি আপন মনে।
