প্রেমের আঘাত
প্রেমের আঘাত
ভালোবেসে চোখে চোখ রাখা মানে প্রেমে পড়া
প্রেমের সাগরে ডুব দিয়ে হলাম আমি দিশেহারা
দূরে যাওয়া মানে প্রেমের সুতোয় টানপড়া ,
নয় ভালবাসাহীন জীবনকে পথচলার সাথী করা ।
ভুলে যাওয়া মানে স্মৃতি থেকে মুছে ফেলা নয় ,
চেনা পথ ভুলে একা অজানার পথে পথচলাও হয় ;
না পাওয়ার স্মৃতি মনে করা মানে কষ্ট পাওয়া ,
প্রিয় মানুষের কাছ থেকে শুধুই দূরে সরে যাওয়া ;
ভালবাসা দিলাম যারে সে আজ কাছে নাই ,
ভুলে যেতে চাই সব আজ ভুলে যেতে চাই ।

