প্রেম এর গোলাপ
প্রেম এর গোলাপ


বন্ধু তোমায় কাছে পেয়ে
আমার মনের আশা,
চোখের পাতায় ভেসে ওঠে
সপ্ন ভালোবাসা।
জীবন পথে চলতে গিয়ে
তোমায় পেলাম পাশে,
তোমার সাথে প্রথম দেখা
মনে চলে আসে।
প্রথম যেদিন দেখা বন্ধু
মনে পরে কি,
আমি আজও দিন টাকে
মনে একে রেখেছি।
আমার জীবন পেলো মানে
তোমার আমার আলাপ,
যত্নে আমি রেখে দিয়েছি
তোমার দেওয়া প্রেমের গোলাপ।rm