দাদু - নাতি
দাদু - নাতি
লাঠি হাতে দাদু যায়
সঙ্গে যায় নাতি
কেউ জিজ্ঞাসা করলে বলে
তার বংশের বাতি।
লাঠি যায় মাটিতে পড়ে
নাতি তুলে দেয়
শক্ত হাতে লাঠি নিয়ে
নাতিকে আদর করে নেয়।
দাদু নাতি মাঠে খেলে
ব্যাট আর বল
ঝাপসা চোখ মুছে নেয়
দাদুর চোখে জল।
কখনো দাদু ছয় মারে
নাতি মারে চার
দাদু খেলার সুযোগ পায়
ছাড়তে চায় না আর।
দাদু যদি বটবৃক্ষ হয়
নাতি থাকে ছায়ায়
দাদু নাতির মিষ্টি সম্পর্ক
ভালোবাসা আর মায়ায়।
ছবি সংগৃহীত
