ফিরবো আবার
ফিরবো আবার


হারিয়ে যদি থাকে কিছু
ফিরিয়ে আনবো দিলাম কথা
যাসনা আর দূরে কোথাও,
গেলেও রাখিস স্মৃতি কটা..
গেলেও রাখিস মনের কোনায়
ছেরা চিরকুট, আর ওই দূলটা
পারিনি দীতে আমি জানি
হারিয়ে যাওয়া সেই দিনটা,
পারিনি জানি মন রাখতে
মাঝরাতের সেই পাগলামি তে,
পারিনি জানি স্থির থাকতে,
শেষ দিনের সেই শেষ দেখাতে..
তাও কি আবার আসবি ফিরে?
এই ছোট্ট ঘরের এক কোণেতে
আসব আবার আমি নিয়ে
গল্প তোর ই মন ভোলাতে।।
আসব তবে আমি আবার
তোর কাছে সেই হাসি নিয়ে
তোরই কাছে হাসতে পারি
সব ছেড়ে পালিয়ে গিয়ে।।