নিজ কাজ
নিজ কাজ
কাঁটার লতায় দুলে দুলে,
যাচ্ছ কি ঝুলে ঝুলে?
সাবধান তোমাকে করছি আমি,
শেষে কষ্ট পাবে তুমি!
যা বলছি তা ভালো করে মনে রেখো,
নিজের কাজ নিজে করা শেখো।
তাহলে দেখবে এগিয়ে যাবে,
অনেক বেশি মজা পাবে।
অন্যের উপর ভর করে,
যাবে তুমি পড়ে দূরে!
আমার কথা মনে রাখো,
এরকম ঘটনা হয়তো লাখো!
নিজের উপর নিজেই করো রাজ,
ফাঁদে পড়ো না,যত সব শকুন-বাজ!
