STORYMIRROR

Marufa Rabbi

Abstract Classics Others

3  

Marufa Rabbi

Abstract Classics Others

নিজ কাজ

নিজ কাজ

1 min
5

কাঁটার লতায় দুলে দুলে,

যাচ্ছ কি ঝুলে ঝুলে?

সাবধান তোমাকে করছি আমি,

শেষে কষ্ট পাবে তুমি!


যা বলছি তা ভালো করে মনে রেখো,

নিজের কাজ নিজে করা শেখো।

তাহলে দেখবে এগিয়ে যাবে,

অনেক বেশি মজা পাবে।


অন্যের উপর ভর করে,

যাবে তুমি পড়ে দূরে!

আমার কথা মনে রাখো,

এরকম ঘটনা হয়তো লাখো!


নিজের উপর নিজেই করো রাজ,

ফাঁদে পড়ো না,যত সব শকুন-বাজ!



Rate this content
Log in

More bengali poem from Marufa Rabbi

Similar bengali poem from Abstract