STORYMIRROR

Ayan Roy

Romance

3  

Ayan Roy

Romance

নীরবে স্মৃতিতে

নীরবে স্মৃতিতে

1 min
235

থাকবোনা যখন আমি

বইবে বাতাস, উঠবে রবি..

পাবেনা তুমি আমার চিহ্ন

খুঁজবে মনের অলি-গলি..

চিড়বে হৃদয়, আলতো ছোঁয়ায়

পাবে আমায় তোমার অতীতের পাতায়..

ঝরাবে আঁখি অশ্রু

ভিজবে বালিস অল্প তুলায়..


তবু থাকবো না যখন আমি

বেসো ভালো এক-ই রকম,

মনে কোরো তোমার বিকেল বেলায়..

আসবো আমি স্মৃতি হয়ে,

জুড়িয়ে দিতে তোমার হৃদয় আলতো আদরে..


হয়তো তুমি কাজের ফাঁকে-

কফি এর কাপ এ হাত

হঠাৎ আমি এলাম তোমার

হয়ে মনের ভাব..

রেখো তুমি বাঁচিয়ে তাকে

আলতো আদরে

তবেই তুমি পাবে আমায়

তোমার পথের পাশে....


Rate this content
Log in

Similar bengali poem from Romance