নাই বা হলো দেখা
নাই বা হলো দেখা
নাই বা হলো তোমার সঙ্গে দেখা,
নাই বা হলো প্রেমে পড়তে শেখা।
নাই বা হলাম বিচ্ছেদের কঠিন পাথর,
নাই বা হলাম তোমায় আগলে রাখা সে চাদর।
নাই বা করলাম তোমায় ঘৃণা,
আমি ভালোবাসা, তুমি অনুভূতিহীনা।
নাই বা হলাম রাতজাগা সেই তোমায় নিয়ে লেখা,
নাই বা হোক কলেজ গেটে তোমার আমার দেখা।
নাই বা হলো শীতের চাদরে বা গরম দুপুরে
এই বসন্তের শ্রেষ্ঠ আলিঙ্গন,
সাক্ষী থাকুক আমার এই একরাশ না হওয়ার
সুরুচি থেকে ম্যাডক্স প্রাঙ্গণ।
নাই বা হলো চিলেকোঠা ঘরে
একলা রাতে আমার ধৈর্য্যের পরীক্ষা,
আমি ভালোবাসতে শিখিনি কাউকে
জেনে রেখো, আমি করছি না আর কারুর অপেক্ষা।