মুখোশ
মুখোশ
১৫৩০ দশকে ইংরেজিতে আবির্ভূত হয়েছিল একটি শব্দ
এর ব্যুৎপত্তি নিয়ে আছে অনেক বিবাদ ও তর্ক,
প্রাককাল থেকে এর ব্যবহার্য ও গুণাবলী প্রচুর,
আচারে অনুষ্ঠানে ও সংস্কৃতিতে এর প্রভাব দস্তুর।
তবে আবিষ্কর্তার ওগোচরে মুখোশের আজ অন্য অর্থ,
রঙ্গমঞ্চে নয় বাস্তবেও সবকিছু আজ মুখোশ দ্বারা আবৃত।
এ বক্তব্যটি অবলীলায় উত্থাপিত হয়নি, কারণ এ সত্য
অনেক বিশদ ও গম্ভীর এর মাহাত্ম্য
এ কাল্পনিক নয় এ বাস্তবিক...
বর্তমান যুগের এ -এক অপ্রিয় সত্য দিক।
এর জন্য দায়ী নয় কোন আধুনিকতা ও বিকাশ
এ হলো মনুষ্যমনের কালিমা গরিমা ও অহংকারের প্রকাশ।
