Unveiling the Enchanting Journey of a 14-Year-Old & Discover Life's Secrets Through 'My Slice of Life'. Grab it NOW!!
Unveiling the Enchanting Journey of a 14-Year-Old & Discover Life's Secrets Through 'My Slice of Life'. Grab it NOW!!

ANKITA SARKAR

Abstract Inspirational

4.6  

ANKITA SARKAR

Abstract Inspirational

মা

মা

1 min
3.1K


জন্মের পরেই শিশু কেঁদে ওঠে 'মা' 'মা' বলে,

মায়ের মতো কে বা আছে এই জগৎ সংসারে।

দশ মাস দশ দিন গর্ভধারণ যন্ত্রনা-

সইতে হয় তো মাকেই, অন্য কেও তা সয় না।

ছোট্ট শিশু সরল-নিস্পাপ মাতৃক্রোড়েতে,

আহা নিশ্চিন্তে নিদ্রামগ্ন পরম সুখেতে।

মায়ের ভালবাসার কাছে সবকিছুই যে বাদ,

তাই চিরকালই পাই যেন তার আশীর্বাদ।

সেই মায়ের যখন কেউ করে অসম্মান,

ঘৃণা জাগে মনে হোক না সে যতই বিদ্বান।

অমোঘ সে বাণী তাই উচ্চারণ করি ধরার ক্রোড়েতে বসি,

"জননী- জন্মভূমিশ্চ- স্বর্গাদপী-গরীয়সী"।


Rate this content
Log in

More bengali poem from ANKITA SARKAR

Similar bengali poem from Abstract