STORYMIRROR

Mamunur Rashid Raz

Abstract Crime Others

3  

Mamunur Rashid Raz

Abstract Crime Others

লেবাসে ভদ্রলোক

লেবাসে ভদ্রলোক

1 min
302


ভাবখানায় নেহাত ভদ্রলোক 

কথায় কাজে নেইকো মিল 

বাণীতে তার ফোটে খই 

লেবাসের ভিড়ে 

আসল-নকল দেখতে কেমন 

পাই যে কই? 


কথার ফুলঝুড়িতে, 

আঙ্গুলের কারসাজিতে 

কখন কি যে বাগড়ে নেয় ! 

লেবাস দেখে কোন কিছু 

বোঝা-সোজার নেই উপায়। 


সাফেদ পাঞ্জাবি রুটিনটা নিত্যকার 

দাড়িতে, সুগন্ধি ব্যবহার জয়জয়কার 

বক্তব্য নাতিদীর্ঘ ভাষাটা সরল 

মোনাজাতে ভাসে চোখ ছলছলে তরল। 


সুযোগ পেলেই চুপ্টি করে

ছোট্ট শিশুর আঙুল ধরে 

ডেকে নেয় অফিসঘরে।

বোলো না বাসায় 

ওস্তাদজীর ভালবাসায়। 

খেদমতে পাবে বেহেস্ত-দুনিয়া। 

দিয়েছ সুখ শরীর জুড়িয়া।


কাল-এসো, দেখা হবে 

খেদমতে সওয়াব অনেক পাবে 

আজ-এসো। 

আমিও যাই। 

যেতে হবে ও ঘরটায়।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract