কোনো এক প্রেমের কবিতা
কোনো এক প্রেমের কবিতা


গাছপালা, পশুপাখি সারা
নিচ্ছি নীল আকাশটাকেও,
প্রেমের কবিতা হবে কী বল?
বাদ যদি যায় সূর্য-তারা!
চাই সমুদ্র, মুক্ত বাতাস,
আরো চাই, এক প্রেমিক হতাশ
বাদ যায় যদি সৌন্দর্য্যতা,
লাগবে কি ভালো প্রেমের কবিতা?
অনেকদিন পর লিখছি তো
একটু বেশীই ভাবছি তাই।
বাস্তব যাই হোক না কেনো,
মানুষের শুধু প্রেমই চাই।
বাস্তবটা একটু অন্যরকম,
সেখানে প্রেমটা একটু কম,
একটু বলতে অতি সামান্য
আসলে,পাপটা তো আর হয়না গণ্য !
লোভ আর হিংসায় সজ্জিত তারা,
তুচ্ছের কান্না তাচ্ছিল্যে ওড়ায়;
বিলাসিতার আনন্দে মেতে উঠে তারা,
মৃত শরীরকে মাটি চাপা দেয়।
প্রেমের আড়ালে বাস্তব লুকিয়ে
বিবেক-বুদ্ধি জলাঞ্জলী দিয়ে,
তারা শ্লোগান দেয় মিছিলে মিছিলে
আর আনন্দ পায় যৌনতা গিলে।
ধর্মের নামে অধর্ম রটিয়ে
বয়ে যাচ্ছে দুধ, ফেলছে ভাত,
তবু এসব বলা কী উচিত হচ্ছে?
আমিও তো সেই মানুষেরই জাত।
ভুলভাল লিখে গেলাম সারাটা
কী করে হবে প্রেমের কবিতা?
বাদ যে গেল সন্ধ্যামালতী,
লাল গোলাপ আর কৃষ্ণচূড়াটা !