কল্পনার বাস্তব
কল্পনার বাস্তব
আমার শরীর জুড়ে শুধুই আগুন,
নেই কেউ, ভরা অকাল ফাগুন|
এসো সুজন, হিয়ার মাঝে,
তোমার লাগি, এই নয়ন জাগে|
পরান খানি দেবো তোমায়,
সকল জ্বালা যদি ঘোচায়|
এসো হে মম প্রিয়,
নিবিড় রাতে সাড়াটি দিও|
আমার শরীর জুড়ে শুধুই আগুন,
নেই কেউ, ভরা অকাল ফাগুন|
এসো সুজন, হিয়ার মাঝে,
তোমার লাগি, এই নয়ন জাগে|
পরান খানি দেবো তোমায়,
সকল জ্বালা যদি ঘোচায়|
এসো হে মম প্রিয়,
নিবিড় রাতে সাড়াটি দিও|