খুঁজে বেড়াই
খুঁজে বেড়াই


আমিটাকে খুঁজে বেড়াই ,,,,,,,,,,,, তোমার মধে।
তুমিিটাকে খুঁজে পাই ,,,,,,,,,,কই পাই কি?
আমিটাকে সারাজীবন খুঁজে গেলাম সকলের মাঝে,
আর সকলকে হারিয়ে শেষমেশ পেলাম আমিটাকে ।
কইছিল সেই আমি? কই আছে সেই তুমি?
আমি আছি আমার ভিতরে ,,,,,,,,,তুমি ছিলে না ,,,আর আজ ও নেই ।
থাকবে ও না কোনোদিন,,,,,,,,,,,কেনো জানো?
কারন তুমি খুঁজতে চাওনি আমাকে।