কাশফুল
কাশফুল
কাশ ফুলের সমারহে,
শিউলির সুবাসে
মহালয়ার বাদ্যি বাজে,
পূজোর গন্ধ বাতাসে।
নতুন পোশাক নতুন কিছু,
মনে সবার আনন্দ।
মাইকের কোলাহলে,
পুরোহিতের চন্ডী পাঠে
ঝাঁঝর আর ঢাকির তালে-
কি রঙে বাঙালি মাতে...
ষষ্ঠিতে দেবী বরন,
সপ্তমীতে কলা বউ
অষ্টমীতে মহীশাসুর বধে,
সন্ধিপূজায় ধুনুচি নাচে,
তৃপ্ত করে মনটারে।
নবমীর সন্ধ্যারতি কাটায়ে
অবশেষে.! বিসর্জন দশমীতে।
লাল পাড় সাদা শাড়ি পরে
সুগন্ধি ফুলে অপরুপ সাজে।
কোলাকুলি আর ঢাকির তালে
সিঁদুর খেলায় মেতে ওঠে।
