কালবৈশাখী
কালবৈশাখী
ভদ্র সেদিন হঠাৎ নীল আকাশে কালো মেঘ জুড়ে ,
এলো হঠাৎ বাদল এক মাদল বাজা সুরে।
মাঠে ছিল বিনু দিদি,সঙ্গে যে তার সই ,
গয়লা মশাই ভাঁড়ে করে যাচ্ছে নিয়ে দই ।
গাছে শুনি কিচিরমিচির বলছে পাখীর ছা ,
জল পড়ছে ঝড় আসছে,কোলে নাও না মা ।
এমন সময় বুড়ি গাই হচ্ছে ডেকে সারা ,
গোয়াল ঘর বন্ধ বুঝি? দিচ্ছি খুলে দাঁড়া ।
একি আপদ দেখি বিপদ ঝড় এলো ভারি,
বিনুদিদি সইকে নিয়ে যায় যে তার বাড়ি ।
ঝড় যেন আইলা সেজে ঝাঁপিয়ে প'লো ওই
, বিনু দিদি বলে ওরে চল ছুটে চল সই ।
সই দিদির উড়ছে বেণী বিনু দিদির আঁচল ,
দামাল ঝড়ে ছুটছে আর ঝরছে বেজায় বাদল ।
মাঠ পেরিয়ে সইরা কেবল ঢুকলো ঘরে যেই ,
ওমা!রোদ উঠলো ঝলমলিয়ে ঝড়বৃষ্টি নেই ।