জীবনের সত্যতা
জীবনের সত্যতা


আসা যাওয়ার মধ্যে জীবনের
নাট্যরূপ দেখি আমি,
কত রকমের নাটক-
কত সুখ, কত দুঃখ
কত আনন্দ ,কত ব্যথা
সকলকে আপন করে চলাই জীবন
জীবনের শেষে কত অভিজ্ঞতাই
মানুষকে সমৃদ্ধ করে,
অবশেষে নাটক শেষ হয়
মৃত্যুর চরম সত্যতায়।
মৃত্যু আমাদের জীবনের চরম
আনন্দের দিন হওয়ার কথা,
কিন্তু মানুষ মৃত্যুকে ভয় পেয়ে
আনন্দটাই নিতে জানেনা।