জানা অজানা
জানা অজানা


এইটুকু জেনেছি যে,
তোমার আগলে রাখার অভ্যেস
শেষে কমা,সেমিকোলন!
থিয়েটার ঘরে সন্ধ্যা- সকাল ,রাতে,
তোমায় জন্যে অরন্য বা রোদন!
মিথ্যে মিথ্যে আকাশ মেঘের ছায়া
সত্যি মিথ্যে পিছলে যাওয়া রোদ!
ঠিকানা দিয়ে পালিয়ে যাওয়া তারিখ,
তোমার ছবির রং শোকে নির্বোধ!
এইটুকু জেনেছি যে,
তোমার মাঝে আটকে গেছি ভীষণ,
জানালা বন্ধ শহর তুমি যেন,
ট্রাফিক আলো,যানজট জমা চোখে;
তবুও তোমায় ভালোবাসি কেন?
তোমায় এ তো ভালোবাসি কেন?