STORYMIRROR

Dalia Choudhury

Fantasy

0  

Dalia Choudhury

Fantasy

গোলাপের কুঁড়ি।

গোলাপের কুঁড়ি।

1 min
497


আমি এখন কচি -কোমল সুন্দর এক গোলাপের কুঁড়ি,   

আগে ছিলাম লোকচক্ষুর অন্তরালে,

পাহাড়ের কোলে

মালি সেই চারাগাছ পুঁতেছে বাগানে। 

 উদ্যানপাল দম্পতি মিলে    

বহু সেবাযত্নে আমাকে বড় করেছে।                  

এখন তাদের কি যে আনন্দ! 

 সূর্যের আলো, বরুণের জলসেচে 

 তিলে তিলে বড় হয়েছি।     

এবার সবাই বলে,

'বাগানের সেরা ফুল তুমি!'             

 কিন্তু বাঁচা ও বাড়ার লড়াইয়ে

যাদের অবদান আছে,        

তাদের কি আমি ভুলে যেতে পারি?            

তারাই আমার উপাস্যদেবতা।


Rate this content
Log in