STORYMIRROR

Soma Mukherjee

Fantasy Others

3  

Soma Mukherjee

Fantasy Others

একটি মায়ের জন্ম কথা।

একটি মায়ের জন্ম কথা।

1 min
220


হঠাৎ আমার পরলো মনে।

  তুই সুপ্ত ছিলি মনের কোণে।

    চৈত্র মাসের গোধূলি আলোকে

  ছোট্ট এক দেব শিশুকে।

কোলের মাঝে দিলো আমাকে।

     নয়টি মাস গর্ভে ধরে

পৃথিবীর আলো দেখলাম তরে।

সেদিনের সেই মাতৃত্বের সুখ।

   ভুলিয়ে দিলো যা ছিল দুখ।

    সার্থক হলো জনম আমার।

     দেখে তোর ওই চাঁদ মুখ।

     তৃপ্ত হলাম আমি

       জানে অন্তর্যামী।

তোকে ঘিরেই জগৎ আমার

      বইলো যেন নদীর জোয়ার।

,সময় যেন নদীর ধারা

   তাই তো আমি তোকে পেয়ে ।।

      হলাম পাগলপারা।

আমি আমার বুকে করে

  স্নেহ মমতা ও মায়ায় ভরে।

লালন তোকে করেছি ওরে।

  যেদিন প্রথম ডাকলি মা বলে।

    সেদিন ভেসেছি আনন্দেরই অশ্রু জলে।

আমার আশিস তোর তরে

  সাফল্য যেন তোর জীবনে

  এগিয়ে চলুক স্রোতের টানে।

    না যেন পায় কোনো বাধা

       

      তবুও যদি এমন কোনো 

  দিন যদি তোর আসে

পিছন ফিরে দেখতে পাবি

     মা আছে তোর পাশে



Rate this content
Log in

Similar bengali poem from Fantasy