Anjan Banerjee

Abstract

3  

Anjan Banerjee

Abstract

একা, একাকী, একলাতে

একা, একাকী, একলাতে

1 min
17.4K


আসলে আজও বৃষ্টি হয়নি অনেক রাতে |

খেয়াল করিনি একা, একাকী, একলাতে !

বৃষ্টি পড়েছে, এখনো পড়ছে জমকালো পাড়াতে |

উদ্বৃত্ত আমি যত্ত সাংসারিক বাড়িভাড়াতে |

নেচে ওঠা, খেপে ওঠা বা আলোছায়ার অভ্যেসগুলো,

জানাস তো কখন ওপারের ডাঙাকে আলতো ছুঁলো !

ময়ূরের ঢং, বাসনার সং, বিলাসের টং - সব পেরিয়ে

আদর এক্কেবারে পাইনি, তবু প্রবাদ গেছি এড়িয়ে !


শেষে বৃষ্টি বলেছিলো আসবে নিয়মটুকু সারতে |

তুমি বলতো, বৃষ্টিকে বারণ করতে পারতে ?

কানাকড়ি প্রণামী এবেলা আমার তুলতে যাওয়ার দিন |

একটা কবিতা লিখবো বলেছিলাম না ঢাকতে ঋণ ?

আসলে আজও কবিতা পায়নি বিকেল মেখে |

আমার মন এখনো টুকটাক একা থাকতে শেখে !


Rate this content
Log in

Similar bengali poem from Abstract