Sharmistha Chatterjee
Abstract
হয়তো তোমায় হারিয়ে দিয়েছি ,
নয়তো গিয়েছি হেরে...
থাক না ধ্রুপদী অস্পষ্টতা -
কে কাকে গেলাম ছেড়ে ।।
ধ্রুপদী অস্পষ...
"What you seek, is seeking you..."
হারিয়ে যাবে একলা পাখি
রাত জাগে জলে ডোবা 'বাঁশকাঠি'
কোথাও কেউ আছে ঠিকই যে আপানারই মতো ভাবে।
এক মুঠো আলিঙ্গন, এক ভোর চুম্বন, অসত্যের মাঝে
ধুলোবালি সব বুকের খাঁজে...
৭২ বছর আগে আমরা যে স্বাধীনতা লাভ করেছি এমন একটি দেশে বাস করছি ।
মায়ের কথা মনে হলে আরো যেন পেতে চায় ।
আমরা ব্যাস্ত, অতি বিদ্ধস্ত, অতি বিরক্ত, অতি বিভ্রান্ত আলোর মধ্যে ...
আমি সৌন্দর্য প্রিয় রোম্যান্টিক কবি হতে চাইনা...
তারাই কি এলিয়েন, না কল্পনা সবই ?
আলপথে চাকার দাগে সন্ধ্যা নামে
প্রাপ্তি, আবার লড়তে চাওয়ার এক টুকরো মরীচিকা।
রাতে ঘরে হয় জানোয়ারের বাস...
আর বাতাস,সেতো আজও আগের মতই আছে
টেকনোক্রাটের জঙ্গলে তপস্বীসাধন
জিভ ভাঙিয়ে, পালিয়ে গেছিলো হাজার বাস্তবের ভিড়ে
কাদা মাখা পায়ে ঠেলা ফুটবলটা আজ মিটার ঘরে রাখা আছে ,
হে প্রতিবিম্ব...তুমি হও আরো বড়
রক্তশূন্য হৃৎপিণ্ডে শুধু কালচে ধমনীর রেখা তারপর তুমি এলে !