দেশসপ্তর্ষি ব্যানার্জী
দেশসপ্তর্ষি ব্যানার্জী


হে সুভাষ তুমি ঝরিও না রক্ত ,আর
এদেশ দিতে জানে না তোমার রক্তের দাম ।
মানুষেরা ভালোবাসে লাল নোটের মধ্যে গান্ধীর ছাপ ।
মানুষ মানে স্বার্থবাদী, মানুষ প্রতারক ।
এই দেশের মানুষেরা জানে না দিতে প্রতিভার দাম ।
এই দেশের মেয়ের বাবা-মা চায় ছেলে যেন করে সরকারি চাকরি,
হোক না সে ক্লাস এইট পাস ।
শতকোটি ছেলে গেছে আজ দিতে তাদের প্রতিভার দাম,
কিন্তু দিনের শেষে তাদের কপালে লেগেছে বেকাররক্তের ছাপ ।
এদেশ দেবেনা কারোর ভালবাসার দাম।
দেশ খুঁজে পকেট ভরার নোট যাতে আছে মহাত্মা গান্ধীর ছাপ |