স্কুলসপ্তর্ষি ব্যানার্জী
স্কুলসপ্তর্ষি ব্যানার্জী




ফের যদি ফিরে পেতাম স্কুল-জীবন,
সবার পরনের সেই একরঙা ইউনিফর্ম।
সোম থেকে শনি ঘড়িতে যেই বাজে দশটা,
খুব মিস করি আমার প্রিয় সেই ফিজিক্সের ক্লাসটা।
কেমিস্ট্রি ল্যাবে করেছি কত অদ্ভুত সব এক্সপ্রীমেন্ট,
তার জন্য অবশ্য; কম খাইনি ম্যামের কাছে পানিশমেন্ট।
আবার কি ফিরে পাবো স্কুলের সেই আড্ডাটা?
বন্ধুদের সাথে করতাম কত মজাদার ঠাট্টা।
ক্যালকুলাসের ফর্মুলা মনে রাখা ছিল না তো সহজ,
মুখস্ত করার জন্য শুনতে হয়েছিল স্যারের বহু ধমক।
স্কুলের গণ্ডি পের করে এখন কলেজে দিয়েছি পাড়ি,
স্কুলটা ছিল আমার কাছে অন্য একটা বাড়ি।
সেখানে ছিল খুশি আর আনন্দ রাশি রাশি,
স্কুল জীবনটা আজ কেবলই একটা স্মৃতি।।