দ্বিমুখী - ড. রীতা দে
দ্বিমুখী - ড. রীতা দে


চলচ্ছবির ফ্রেমের বাইরে এখন আমি
নিঃশ্বাসের ঢেউ-এ ঢেউ-এ
এ-দিন হাঁটছে
বিমুখী গতির স্রোতে
আকার আয়তনহীন
এ-আমি ভাসছে ।
এখন অসাড় - অবশ আয়ত দিন
আর যাই হোক
বন্ধ্যা করে নি আমায়
তাই দু ' হাত তুলে দাঁড়িয়ে আছি
পৃথিবীর শেষ সীমানায়
দ্বিমুখী মনে দাঁড় ধরেছি
তোমার শেষ ঘোষণায় ।