চিরবিচ্ছেদ
চিরবিচ্ছেদ
ভালোবাসি!
কত সহজ কথাটা! তাই না?
এইতো সেদিন, তুমি এসে বলেছিলে
ভালোবাস আমায়!
আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম
ভেবেছিলাম ঠাট্রা করছ!
কিন্তু বিশ্বাস করো,
ভাবিনি কখনো, এই আমিই
ভালোবেসে ফেলব তোমায়!
কখন যে মিশে গেছ আত্মায়, বুঝিনি আমি;
আর এই আমি যখন আঁকড়ে ধরতে চাইলাম;
তখন তুমি চাইলে চিরবিচ্ছেদ!
বললে ভালোবাসায় বিশ্বাস করো না,
তবে কেন এসেছিলে? কেন? কেন?
ক্ষণিকের আনন্দের বিনিময়ে, যে বিষাদময়
বিচ্ছদ যন্ত্রণা উপহার দিলে আমায়!
এই কি তবে ভালোবাসার প্রাপ্তি?
ভালোবাসার অপরনাম কি বিচ্ছেদ?
নাকি চিরবিচ্ছেদ?
