চেয়ে দেখেছো কি
চেয়ে দেখেছো কি
চেয়ে দেখেছো কি?
বিশাল পাহাড়কেও কিভাবে কুড়ে কুড়ে খায় জলবায়ু
ফেলে যায় সভ্যতার এক দমবন্ধ করা আস্তরণ।
চেয়ে দেখেছো কি?
কয়েক ফোটা জলও সঙ্গ বদ্ধ হয়ে বানায় সমুদ্র
ভাসিয়ে নিয়ে যায় সমস্ত সভ্যতাকে।
চেয়ে দেখেছো কি?
যে অগ্নিশিখাকে তুমি তুচ্ছ জ্ঞানে ছুড়ে ফেলেছিলে
শুকনো পাতারা তা দিয়ে নিজেদের বিদ্রোহের জানান দিয়েছিলো
ছড়িয়ে দিয়েছিলো এক লেলিহান দাবানল।
ভেবে দেখেছো কি?
তোমার করা একটু একটু অবহেলা আজ কিরূপ নিয়েছে
আজ সে কোন এক বৈশাখী বিকেলের মতো জমাট বেঁধেছে
অবলীলায় ধ্বংস করতে জানে নিয়নের শহরকে।

