ভাসিয়ে দিলাম - ড. রীতা দে
ভাসিয়ে দিলাম - ড. রীতা দে


এক ঝলকে
দেখে নিলাম
সে আমার কতখানি রোদ্দুর
বড় অবুঝ
বড় চড়া
মনে হয় সে যদ্দূর ।
পাশাপাশি মেঘে
শুরু হলো জোর বর্ষণ
এবার আর নয় -
ভাসিয়ে দিলাম তোমায়
স্মৃতির টুকরো থাক
মেঘের কিনারায় ।
এক ঝলকে
দেখে নিলাম
সে আমার কতখানি রোদ্দুর
বড় অবুঝ
বড় চড়া
মনে হয় সে যদ্দূর ।
পাশাপাশি মেঘে
শুরু হলো জোর বর্ষণ
এবার আর নয় -
ভাসিয়ে দিলাম তোমায়
স্মৃতির টুকরো থাক
মেঘের কিনারায় ।