ভালোবাসা💝
ভালোবাসা💝
যে অনুভূতি বর্ননা করার থাকে না কোনো ভাষা
যা তৈরি করে মনের কোণে ছোট্ট একটি বাসা
যেখানে প্রতিদিন চলে স্বপ্নদের যাওয়া আসা
ভালোবাসা চায় মনের মানুষের কাছে থাকতে
তুলি দিয়ে হৃদয় মাঝে তার ছবি আঁকতে
ভালোবাসা মিশে থাকে রক্তে রক্তে
সে হারিয়ে দেয় সব প্রতিকূলতাকে হাসতে হাসতে
হৃদয় থেকে হৃদয়ে চলে তার আনাগোনা
মন মন্দিরে দেয় সে হানা।

