বৈঠা মাঝি
বৈঠা মাঝি


১.
সেদিন বৃষ্টি ভেজা শীতল হাওয়া
লাগল আমার গায়ে
আমি যে এক বৈঠা মাঝি
যাইবা আমার নায়ে?
২.
দুঃখগুলা পুইষা তুমি
রাইখো না আর বুকে
কথা দিলাম আসব ফিরা
রাখব তোমায় সুখে।
৩.
কিসের লাগি দিলা তুমি
গলায় বিষের দড়ি
আর কারে কও বুঝায় আমি
সত্যি গেলা মরি।