বাস্তবে ফিরে আসব আবার
বাস্তবে ফিরে আসব আবার


চোখের সামনে একটু একটু করে,
স্বপ্ন কে কেড়ে নিচ্ছে 'বাস্তব'।
আমার মেরুদণ্ড নমনীয় নয়,
তবুও চুর চুর করে ভেঙে পড়ছি আমি।
ম্লান হয়ে মিশে যাচ্ছি বাতাসে-
এক চিমটে আফিঙের মতো।
সবাই বলে, আমি তুচ্ছ, ক্ষুদ্র।
কিন্তু আমি বলি, "আমি বিষ"
এই 'এক চিমটে', আমিই পারি-
সবকিছু ছারখার করে দিতে।
আজ থেকে অনেক বছর পর,
তোমরা স্বহস্তে পান করবে সেই 'বিষ'!
উন্মাদের মতো দুলবে তার নেশায়।
আমি কথা দিচ্ছি,
"জীবন ও মৃত্যুর সীমারেখায়,
আমি ফিরে আসব আবার"।।