অন্তহীন
অন্তহীন
জানি ভালোবাসো!
এই পাশে বসা,
হাত ছুঁয়ে থাকা, একদিন চলে যাবে।
পাখীদের বাসা বদল হবে।
সমুদ্র রেখায় সন্ধ্যেস্নাতা বিকেল
ডুবে যাবে, দলছুট ঢেউয়ের বুকে।
তুমি ভুলে যাবে।
তোমার চারপাশে
মেঘ নামে আন্তরিক।
জানি ভালোবাসো,
তাই বলিনি
তোমাকেই এতকাল প্রতিপক্ষ ভেবেছি।
