অব্যক্ত প্রেম
অব্যক্ত প্রেম


পথে চলতে, চলতে, চলতে,
একদিন তোমার সাথে দেখা।
জানিনা! কেন এই দেখা,,,,,,,
কোনো অশনি সংকেত! নাকি শুভ সূচনা।
দেখতে, দেখতে, দেখতে,
তোমায় ভালো লাগা।
ভালো লাগতে, লাগতে, লাগতে,
কবে যে ভালবাসা হল জানতেই পারিনি।
আদৌ কি তা ভালবাসা! নাকি অভ্যাস! নাকি মোহ!
কিছুই বুঝে উঠতে পারিনা।
তবে জানো? একটু চোখে কাজল, কপালে টিপ, ঠোঁটে লিপস্টিক দিলে,,,,,,,,,,,,,,
একছুটে তোমার কাছে যেতে ইচ্ছে করে।
আমার কপালের টিপ তোমার স্নেহের চুম্বন পেতে চায় ।
রঙিন ঠোঁট দুটো তোমার পোড়া ঠোঁটের আলপনা চায়।
খুব ইচ্ছে করে, আমার ওই কাজল পরা চোখে তুমি ডুব দাও।
যেভাবে দমকা হাওয়া শুকনো পাতা উড়িয়ে নিয়ে যায়।
ইচ্ছে করে আমিও উড়ে যাই ,,,,,,,,,,,
কিন্তু এগুলো সবই আমার মনগড়া ইচ্ছে।
"ভালবাসি" জানাতে পারিনি!!
আসলে ভালবাসার কঠিন অঙ্ক ভগ্নাংশের হিসেব।
কষতে পারিনা যে, শুধু এটা বুঝি দুইয়ে নয় একে পূর্ণতা পায় ।