অভাব
অভাব
1 min
23.9K
যে মানুষগুলো অত্যন্ত তুচ্ছ, সমাজে অবহেলিত
তাদের খোঁজ রাখে কি কেউ?
কীভাবে কাটে দিন, পেটে ওঠে ক্ষুধার ঢেউ?
যে মানুষগুলো ভীষণ একা, বন্ধু- স্বজন হারা
তাদের অবসাদের গল্প শুনে দেখো একান্ত,
হয়তো বুঝতে পারবে ভালো আছো নিতান্ত।
যে পরিবারটা ওভার ব্রিজের নিচে রয়
দেখা মাত্রই আঁখি ঘুরিয়ে ফেলি ঘৃণায়,
তাদের ওই ভাঙ্গা ঘরের শান্তি
ভেঙ্গে দেবে তোমার ভালো থাকার ভ্রান্তি।
স্বৈরাচারী হয়ে যখন খোঁজো মোটা টাকার সস্তা বিনোদন
আজ পরিবারের সঙ্গ হয়তো বুঝিয়েছে কে পর, কে আপন।
সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য থাকতেও তুমি মনে মনে দুঃখী,
আর ওই ছেলেটা বা মেয়েটা একটা লজেন্স পেয়েই কি খুশি!
যা পেয়েছি, যেখানেই আছি তাতেই যদি হই তৃপ্ত,
ঘুচে যাবে মনের গ্লানি, অন্তর হবে উদ্বীপ্ত।