আমি ও সে
আমি ও সে


আমি পণ করেছি মোক্ষ পাবো, বন্ধ ঘরে থাকি,
দিবানিশি জপ করি নাম অন্ধ আমার আঁখি।
ঢুকতে মানা গন্ধ বাতাস, আঁধার ঘরে আলো
কাঁদতে মানা, হাসতে মানা, বাসতে মানা ভালো।।
বাইরে আমার অঙ্গনেতে মুক্ত আকাশ তলে
ছোট্ট কুঁড়ি রোদে শুকায় ভেজে শিশির জলে।
বর্ষা তারই ভিজিয়ে গেলে ক্রুদ্ধ বাতাস মালি,
ঝাপটা মেরে শুকায় তারে বাঁকিয়ে ফেলে ডালি।
বিজন বাসের রুদ্ধ ঘরে, শ্রান্ত দেহ মন,
হাল ছাড়ি না তবুও করি নীরব অধ্যয়ন।
সৃষ্টি কথা জানতে হবে ঘাটছি পুঁথির রাশি,
অন্ধ গলি হাতড়ে খুঁজি নিদ্রাবিহীন নিশি।।
গন্ধ রসে পূর্ণ হয়ে উঠল কুঁড়ি ফুটে
রূপের টানে ভ্রমর এলো মৌ নিল সব লুটে।
সকালবেলা ফুটল কড়ি সন্ধ্যেবেলায় ঝরে,
সৃষ্টি রসের গোপন কথা বুঝিয়ে গেল মোরে।।