আমার দুনিয়া
আমার দুনিয়া


আকাশ কখনো সবুজ দেখেছো?
বাতাস কখনো রঙিন দেখেছো?
আর জল? সে কি দেখেছো কখনো হলুদ?
আমি দেখি, সর্বদা দেখি।
কারণ আমার দুনিয়াটা যে ওরমি।
আমার ক্যানভাসে বিবিধ রং,
আমার মনে নেই কোনো নিয়ম,
আমি মানিনা প্রকৃতির রীতি,
জল হয় আমার হলুদ, আকাশ সবুজ,
আর বাতাস রঙে মোর রাংতার পাতা।