STORYMIRROR

ANISH ROOJ

Abstract Tragedy

3  

ANISH ROOJ

Abstract Tragedy

কুবেরের প্রতি পদ্মাবতী

কুবেরের প্রতি পদ্মাবতী

1 min
164


ছেড়ে চলে গেছিস, অনেক বছর হলো

আমার ভালবাসা কি কম ছিল? হে ভগবান

এই বিরহ জ্বালা কি করে সহ্য করি তুমি বলো

কী আমার পাপ, ছিনিয়ে নিলে আমার প্রাণ?


সেই দিন তুই চলে গেলি করতে কৃষ্ণ ভজন

আমাদের ছেড়ে, বহু দূরে অন্য পাড়ায়

অথিতির ইচ্ছাকে পরম মেনে, করলেন পালন

আমরা দুজনে দুঃখে ভেঙে পড়েছিলাম ধরায়।


তোর যাওয়ার ফলে, গ্রামবাসীদের ভাঙলো মন

শুকিয়ে গেলো চারিদিক, গোলে গেলো পাথর

এই দৃশ্য ছিল যেনো রাধা কৃষ্ণ বিনা বৃন্দাবন।

তোকে ফিরে পেতে যেনো প্রকৃতি কাতর।


দিন, সপ্তাহ, মাস, বছরের পর বছর কাটলো

সবাই এখনও নিরব, করার নেই কাজে মন

ধানের ক্ষেতে ক্ষেতে আগাছা জন্মালো

তোর আগমনের অপেক্ষায় সকল জন।


জানি সবই প্রভুর লীলা, স্বয়ং তাঁর ইচ্ছা

তাঁর ইচ্ছা হলে পারেন তিনি করতে মৃত্যুকে জয়

তবুও পারি না সহ্য করতে এই বিরহ জ্বালা

ফেরালেন তিনি সৌভদ্রার পুত্র, নাম মৃত্যুঞ্জয়।


ফিরে আয়, অবশেষে তোকে করি আবেদন

তোর পদধূলি পেয়ে ধন্য হবে এই গ্রাম

হবে আবার উৎসব, নতুন জীবনের সৃজন

তোর আগমনে প্রতিষ্ঠিত হবে একচক্রা ধাম।।




Rate this content
Log in

Similar bengali poem from Abstract