রাঁধা বিরহ
রাঁধা বিরহ
প্রাণ সখি গো..ও প্রাণ সখি গো..........ঔ
শ্যাম কালিয়া সোনা বন্ধু আইলো না.........ঔ।।2
(হায় গো )
আইলো না গো শ্যাম কালিয়া সে বীনে প্রান বাঁচে না ।২
আইলো না...................... ঔ
অন্তরা ১
চম্পা বকুল জুঁই মালতী প্রেমো সূতায মালা গাঁথী গো ।
(হায় গো)
সেই মালা হইলো বাসি শ্যামের গলে দিলাম না ।।২
আইলো না...............ঔ
অন্তরা ২
কদম্বা ডালে তে বসি শ্যাম কালিয়া বাজায় বাসি গো ।
(হায় গো)
বাঁশির সুরে মন উদাসী বন্ধুর দেখা পাইলাম না।।২
আইলো না............ ঔ
অন্তরা ৩
ভাবিয়া সমরজিৎ বলে বন্ধুর লাগি অন্তর জ্বলে গো ।
(হায় গো)
জিতে মরা হয়ে আছি তার ভাবনায় বোঝলো না ।।২
আইলো না............. ঔ
