Sreja Kundu

Drama

2  

Sreja Kundu

Drama

প্রতিশ্রুতি

প্রতিশ্রুতি

1 min
1.2K


না, কোনদিন কথা রাখিসনি। প্রতিবার তোর দেওয়া প্রতিশ্রুতি দেহত্যাগ করেছে সেই সব মুহূর্তের সামনে যেগুলো তোর দেওয়া কথার পরীক্ষা মাত্র ছিল। ওদের দেহত্যাগের বিদায় বেলায় শুধু আমার অশ্রু ছিল... আর ছিল তোর একরাশ অবহেলা। তুই জানিস আমি প্রতিবার কাঁদবো, কষ্ট পাব এবং ভুলেই যাব। কিন্তু না আমি কোনটাই ভুলিনি, প্রতিটা না রাখার প্রতিশ্রুতি হিসাব আছে আমার কাছে। শুধু তোর খামখেয়ালীর জালনার কাচে আমার অনুভূতিগুলো আবছা।



Rate this content
Log in

Similar bengali story from Drama