পড়ার সময় ঘুমান
পড়ার সময় ঘুমান


[ শ্রেনি শিক্ষক আর রানার মাঝের কথোপকথন । ]
শিক্ষকঃ কি ব্যাপার রানা হঠাৎ কই গেল ? সে তো এখানেই ছিল?
রানাঃ [ ঘুম আবস্থায় নাক ডাকছে ] ফ্রুউউ ফ্রুউঅ হুসসস হুসস ।
শিক্ষকঃ এই তুমি এভাবে ঘুমাচ্ছ কেন ?
রানাঃ আমাকে আমার মতোও থাকতে দাও ,.........
শিক্ষকঃ কী ! তোমাকে তোমার মত থাকতে দিলে হবে?
রানাঃ আমি নিজেকে নিজের মত গুছিয়ে রেখেছি,......।।
শিক্ষকঃ তাই নাকি , তুমি তো অঙ্কে ৫ পেয়েছ, তবে নিজেকে গুছালে কি করে?
রানাঃ যা পাওয়ার ছিল তা না পাওয়াই থাক,......।
শিক্ষকঃ তাহলে কিভাবে চলবে? জীবনে আগাবা কী করে?
রানাঃ সব পেলে নষ্ট জীবন।
শিক্ষকঃ কীঈইইইইইই!
[ এটই শুধু মজা করার জন্য বলা হলো ]