STORYMIRROR

Ayan Das

Drama Romance

3  

Ayan Das

Drama Romance

মায়ের চুম্বন

মায়ের চুম্বন

1 min
353


মায়ের চুম্বনে এক অদ্ভুত শক্তি 

যেমন করে বিদ্যুতের চমকানি আকাশের

বুক চিড়ে ছুটে যায় অন্য বুকে-


তেমন করে

মায়ের একটি চুম্বনে শরীরে সমস্ত

অঙ্গপ্রত্যঙ্গ জেগে ওঠে--

সে মা ধনীর রাজপ্রাসাদেরই হোক

কিংবা গরীবের চালাঘরের।


কিংবা আহ্লাদী গণেশের হোক 

কিংবা কালাগ্নির--মায়ের চুম্বনে এক অদ্ভুত

অনুভূতি।


যেমন করে বৃষ্টির পরে 

ছেঁড়া ছেঁড়া সাদা-কালো মেঘ☁গুলো

আকাশের বুক বেয়ে ঘুরে বেড়ায়,

যেমন করে এক পশলা বৃষ্টির প'রে 

মাঠে মাঠে ঠান্ডা বাতাস বয়,

তেমন করেই মায়ের চুম্বনের অনুভূতি 

শরীরের এক অঙ্গ হতে অন্য অঙ্গে ছুটে 

বেড়ায়। 


সে মা

ধনীর রাজপ্রাসাদেরই হোক

কিংবা গরীবের চালাঘরের---মায়ের চুম্বনে

এক অদ্ভুত শক্তি। 


মায়ের চুম্বনে এক অদ্ভুত অনুভূতি 

যেমন করে বিদ্যুতের চমকানি আকাশের

বুক চিড়ে ছুটে যায় অন্য বুকে--

তেমন করেই মায়ের একটি চুম্বনে শরীরর

সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ জেগে ওঠে।


যেমন করে রাত্রি শেষে

ফুলের কুঁড়ি গুলো পাপড়ি মেলে

তেমন করে মায়ের একটি চুম্বনে কোলের

শিশুটিও ঘুমিয়ে পড়ে। 


সে মা

ধনীর রাজপ্রাসাদেরই হোক

কিংবা গরীবের চালাঘরের

--মায়ের চুম্বনে এক অদ্ভুত শক্তি।


Rate this content
Log in

Similar bengali story from Drama