STORYMIRROR

abir das

Romance Others

3  

abir das

Romance Others

মানব প্রেমের দৃষ্টান্ত

মানব প্রেমের দৃষ্টান্ত

1 min
141


বিদায় নিয়ে গেল রমজান প্রতীক্ষার হয়ে গেল অবসান,

বাঁকা চাঁদের হাসিতে সন্ধ্যা নিশিতে সেজেছে দূর আসমান। 

চাঁদ হাসে তার পাশে হাসে ছোট্ট সন্ধ্যা তারা,

এমন লগনে আজ মুমিন মুসলমানে আনন্দে হলো আত্মহারা।

দীর্ঘ একমাস রোজার পরে ঈদ পেল তাদের দ্বারে, 

ঈদের আনন্দে মেতে সুর ছন্দে কুশল বিনিময় করে।

ঈদ মোবারক ঈদ মোবারক কন্ঠে সবার বেজে ওঠে,

দুটি হাত বাড়ায় বুকে জড়ায় হোকনা পথে মাঠে।

যেখানে যাকে পায় দাওয়াত দেয় এসো আমার বাড়ি, 

সবার বাসনা কেউ দূরে রবো না আনন্দ ভাগাভাগি করি।

মানব প্রেমে মানবিক মুসলমানের পবিত্র ঈদ উল ফিতর,

মানব প্রেমের দৃষ্টান্ত রেখে যায় ধরার উপর প্রতিবছর।




Rate this content
Log in

Similar bengali story from Romance