STORYMIRROR

ফাইয়াজ ইসলাম ফাহিম

Comedy Romance Fantasy

3  

ফাইয়াজ ইসলাম ফাহিম

Comedy Romance Fantasy

কিছু সংখ্যক প্রেমিকা চাই

কিছু সংখ্যক প্রেমিকা চাই

2 mins
348


কিছু ঢঙ্গী প্রেমিকা চাই,যারা ঢঙ্গ করতে পারে নিমেষেই ছেলেদের বলদ বানাতে পারে, সাপের মতো এঁকে বেঁকে চলতে পারে,কাকের মত কা কা করে আই লাভ ইউ বলতে পারে,বাঁদুরের মত কোরে প্রেমিকের কাঁধ ধরে ঝুলতে পারে,দাঁত বের করে যারা হাসতে পারে,

একটুতেই যারা রেগে আগুন হতে পারে,ছেলের যারা পকেটের টাকা শেষ করতে পারে।যখন তখন ছেলেদের মন জয় করতে পারে।মিষ্টি কন্ঠস্বর থাকতে হবে।বিশ্ব সুন্দুরীর মতো আচরণ করতে হবে,আমার ৩৪ টা বিএফ আছে এ রকম চাঁপাবাজ হতে হবে।

.

কালো রাণী থেকে ধবল রাণী হওয়ার চেষ্টা চালাতে হবে।বেশি বেশি করে ফেসবুকে নাক,কান,চোখের ছবি আপলোড দেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে।বাংলিশ ভাষায় পারদর্শী হতে হবে।

মিথ্যা কথা বলতে হবে।পার্কে ঘুরতে যাওয়ার অভ্যাস থাকতে হবে।প্রেমিকের ক্ষতি করতে সদা তৎপর থাকতে হবে।ড্যান্স ক্লাবে যাওয়ার অভ্যাস থাকতে হবে।নাকের পানি চোখের পানি মিশিয়ে হাড়ি- পাতিল ধোঁয়ার অভ্যাস করতে হবে।

.

লজ্জা থাকা যাবে না,কথায় কথায় ঝগড়া করতে হবে প্রেমিকের বংশের সুনাম করতে হবে।কর্কশ ভাষী হতে হবে। পার্লারের যাওয়ার অভ্যাস থাকতে হবে।বিবাহ করে বাসর রাতেই সংসার ভাঙ্গার অঙ্গিকার করতে হবে এমন কিছু সুপার-ডুপার প্রেমিকা চাই।


.

চোখ বিড়ালের মতো হতে হবে। চুল লম্বা হতে হবে।কান কুলার মতো হতে হবে।দাঁত ইঁদুরের মতো হতে হবে,গাল ফুটবলের মতে হতে হবে।

নাক সুঁইয়ের মতো হতে হবে।কন্ঠ কোকিলের মতো হতে হবে।এমন কোন মেয়ে আছে কি ?


সত্যি কথা বলতে এমন প্রেমিকা প্রয়োজন আমি বিবাহ করবো,আমার ছোট্ট ভাই বিবাহ করবে।।আমার খালাতো,তালতো,চাচাতো ভাই বিবাহ করবে। কিন্তু সত্যে বলতে এমন মেয়ে খুঁজে পাচ্ছি না।

এরকম মেয়ে কি কারো বাড়িতে আছে?

.

চিকন মেয়ের একটুতেই কোমর ভেঙে যাবে,

মোটা মেয়ে একটুতে হাঁপিয়ে যাবে।তাই ভালো মেয়ে খুঁজতেছি।


.

আগ্রহীরা যোগাযোগ করুনঃ

প্রেম থানার বিপরীত পার্শ্বে " প্রেম টাওয়ার "দ্বিতীয় ফ্লোর..


Rate this content
Log in

More bengali story from ফাইয়াজ ইসলাম ফাহিম

Similar bengali story from Comedy