হয়তো শেষ দেখা
হয়তো শেষ দেখা
অনেকদিনের স্বপ্ন আজ পূরণ হবে...
তোকে দেখতে পাবো সেই মায়াবী সাজে....যা দেখার জন্য এত দিন কত স্বপ্ন বুনেছিলাম...হ্যাঁ, সেই দিন আজ এসেছে...সকাল থেকেই আনন্দে মেতেছিলাম তোকে দেখবো বলে...পৌঁছলাম সময় মতো..কি অপূর্ব সাজ...সেই লাল টুকটুকে বেনারসী.. মাথায় লাল টিপ,পায়ের লাল আলতাটাও টুক করে দেখে নিলাম...লাল ওড়না আর লাল লিপস্টিক...উফ্ফ... সেই দুর্দান্ত দুর্বল করা কি একটা হওয়া বয়ে নিয়ে গেল আমাকে....তুই পিঁড়িতে বসে...যার আশায় ছিলাম এতটা বছর...
পানের পাতাটা সরানোর পর তোর চোখের পলকটা ঠিক যেভাবে চেয়েছিলাম সেইভাবেই খুললি....
সবই আশা পূরণ হলো....খালি পূরণ হলো না তোর চোখের পলকের সামনে আমার উপস্থিতিটা... ভাল
ো থাকিস ।
ইতি ----
তোর নিমন্ত্রণ রক্ষার্থী
(বলেছিলাম......যে করেই হোক আসব তোর বিয়েতে,অনেকদিন আগে খালি তুই বলেছিলি আমি না আসলে বিয়েটা হবে না তাই....হয়তো না আসলেও কোনো অসুবিধা হতো না আজ )