Piyaru PIYARU

Comedy Drama

3.5  

Piyaru PIYARU

Comedy Drama

হাসির গল্প FB

হাসির গল্প FB

1 min
171


পড়তে বসতে যাচ্ছিলাম, শুনলাম আপনি পোষ্ট দিয়েছেন। কিসের পড়াশোনা, কিসের পরীক্ষা ?ব‌ই বন্ধ করে দিলাম কমেন্ট করবো বলে, চাইনা আমি এই সব পড়াশোনা!

শুধু চাই আপনি প্রতিদিন এমন পোষ্ট করবেন, আর আমি লাইক-কমেন্ট করব।এ ছবি দেখতে পাওয়া আমাদের সৌভাগ্য। অসম্ভব ভাল ছবি। এক কথায় অনবদ্য। বহুদিন পরে একটা ভাল ছবি দেখলাম। একবিংশ শতাব্দীতে এধরনের ছবি আর আগে আসে নি। অনবদ্য এবং অসাধারণ। এই ছবিটি জুম করলে দেখা যাবে রন্ধ্রে রন্ধ্রে কিভাবে প্রতিভা লুকিয়ে আছে। শুধু যে প্রাসঙ্গিক ও সময় উপযোগী ছবি তা'ই নয়, একেবারে অপরূপ সৌন্দর্যের মূলে কুঠারাঘাত করেছে আমার ধারণা,বিশ্বের বিখ্যাত সব সমালোচকদের এক সাথে করলেও এই ছবির কোন ভুল ধরতে পারবে না।অসাধারণ মুখ-ভঙ্গি আর যথাযথ পোজ ছবিটিকে আকর্ষণীয় করে তুলেছে।এমন পোজ জাতি আগে দেখে নি।ফেসবুকবাসী এমন ছবি আরো দেখতে চায়। রিয়েলদের এমন অসাধারণ ছবি জাতি বারবার দেখতে চায়।আপনার এই ছবি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক,সাংস্কৃতিক যেকোনো প্রেক্ষাপট নিমিষে পাল্টে দিতে পারে;আপনার এই ছবি হতে পারে ভারতের নতুন আরেকটি অস্কার বিজয়ী ছবির অনুপ্রেরণা।

খুব বেশি কিছু বলবো না কারণ আবেগে চোখে জল চলে আসছে।

আগেই বলেছিলাম, এমন মিষ্টতা, প্রাণোচ্ছল, আহা ওয়ালা মুখ সত্যি জাতি অনেককাল দেখেনি।শতাব্দীর সেরা ছবি গুলির মধ্যে এটা একটা ।এমন ছবি দেওয়ায় জন্য অনেক ধন্যবাদ। 

কমেন্ট করে জানান কেমন লাগছে


Rate this content
Log in

Similar bengali story from Comedy