হারানো ভালোবাসার খোঁজে
হারানো ভালোবাসার খোঁজে
মুক্তা বরফের মতো ঠাণ্ডা হাওয়ায় একা হাঁটছিল। আরিয়ানের স্মৃতি তার হৃদয় জ্বালাচ্ছিল। হঠাৎ হাতে এল একটি চিঠি, অচেনা হাতের লেখা—“আমি এখানে আছি।” শহরের অলিগলিতে হেটে হেটে সে পৌঁছালো এক ছোট্ট ক্যাফেতে, যেখানে আরিয়ান বসে ছিল। চোখের দেখা হয়েই দুই হৃদয় থমকে গেল। কিন্তু আরিয়ান চুপচাপ বলল, “আমি বদলে গিয়েছি।” মুক্তা বুঝল, ভালোবাসা হারানো যায় না, কিন্তু মানুষ বদলায়। তারা একে অপরের হাতে হাত দিল, কিন্তু আলিঙ্গনের বদলে শুধু স্মৃতির মধ্যে মিলল শান্তি। যাত্রা শেষ, কিন্তু হৃদয় নতুন করে শিখল—হারানো ভালোবাসার খোঁজ মানেই নিজের আত্মার সন্ধান।

